ইরানের পরমাণু কর্মসূচি: চুক্তির ‘সম্ভাবনা জোরাল’

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির শেষ দিনের আলোচনায় প্রাথমিক চুক্তির ‘জোরালো সম্ভাবনা’ রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 05:25 PM
Updated : 31 March 2015, 05:25 PM

মঙ্গলবার ফের সুইজারল্যান্ডের পরমাণু আলোচনায় যোগ দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, তারা চুক্তির কাছাকাছি পৌঁছেছে।

ল্যাভরভ সোমবার আলোচনা ছেড়ে চলে গিয়েছিলেন। তবে কেবলমাত্র চুক্তি চূড়ান্ত হওয়ার বাস্তব সম্ভাবনা দেখা দিলেই আবার আলোচনায় ফিরতে চেয়েছিলেন তিনি।

মঙ্গলবার তাই আলোচনায় ফিরে আসার ঘোষণা দিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চুক্তির সম্ভাবনা খুবই ভাল এবং জোরাল বলেই মানছেন তিনি।

ওদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সোমবারের আলোচনা ভাল ফল বয়ে এনেছে। তবে কিছু বিষয় এখনো নিষ্পত্তি হওয়া বাকী এবং আলোচনা আরো কিছুসময় দীর্ঘায়িত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

‘দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকা’ও পরমাণু আলোচনা ৩১ মার্চের সময়সীমা পেরিয়ে বুধবারে গড়াতে পারে বলে জানিয়েছে। তাছাড়া, ইরানের আরবি নিউজ চ্যানেল আল আলমও চূড়ান্ত চুক্তি বুধবার সকালে হতে পারে বলে জানিয়েছে।

তবে নেতারা মঙ্গলবার মধ্যরাতের মধ্যেই চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

সুইজারল্যান্ডের লুসেন শহরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স

এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা কয়েকদিন ধরে এ ম্যারাথন আলোচনা চালাচ্ছেন।

পশ্চিমারা চুক্তির আওতায় ইরানের পরমাণু কর্মসূচির সীমারেখা বেঁধে দিতে চায়, যাতে দেশটি একবছরের মধ্যে পারমাণবিক অস্ত্র বানানোর মত যথেষ্ট জ্বালানি না পায়।

ওদিকে, ইরান চুক্তির আওতায় নিষেধাজ্ঞা তুলে নেয়ার ওপর জোর দিচ্ছে। ইরান বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ দাবি করে আসছে।