অন্ধকারে ঢাকা পড়েছে তুরস্ক

রাজধানী ইস্তাম্বুলসহ তুরস্কের বেশিরভাগ প্রদেশ একসঙ্গে  বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 02:31 PM
Updated : 31 March 2015, 02:31 PM

কর্মকর্তাদের ধারণা, ইউরোপের প্রধান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কোন কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

বিদ্যুৎ না থাকায় পাওয়ার স্টেশনগুলো বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে গণপরিবহনে। রাজধানী ইস্তাম্বুলের ট্রাম ও মেট্রো পরিবহন ব্যবস্থাও অনেকটা অচল হয়ে পড়েছে। 

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৩৬ মিনিটে (০৭:৩৫) বিদ্যুৎ চলে যায়।

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কি কারণে এটি হয়েছে তার সম্ভাব্য সবগুলো কারণ খতিয়ে দেখা হচ্ছে। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তাও বিবেচনা করেদেখা হচ্ছে।

বিকেলের দিকে দেশটির বিদ্যুৎ পরিবহণ কোম্পানি  পক্ষ থেকে বলা হয়, ইস্তাম্বুল ও আঙ্কারার মাত্র ১৫ শতাংশ এলাকায় বিদ্যুৎ আছে।

যদিও ইস্তাম্বুলের পরিবহন কোম্পানির দাবি, তাদের প্রতিটি লাইনে বিকল্প ব্যবস্থা রয়েছে এবং সবগুলো লাইন চলছে।

জ্বালানিমন্ত্রী তানের ইলদিজ বলেন, “এ মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য নেটওয়ার্ক পুনরুদ্ধার করা। এর আগে এ ধরণের ঘটনা খুব বেশিবার ঘটেনি।”

তুরস্কে মাঝে মধ্যে বিদ্যুৎ চলে যায়। কিন্তু এভাবে সারা দেশে একসঙ্গে বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা এর আগে ঘটেছে কিনা তা মনে করতে পারছেন না বলে বিবিসি’কে জানান স্থানীয়রা।

দেশটির পূর্বদিকের হাতে গোনা মাত্র কয়েকটি শহরে বিদ্যুৎ আছে। ওই অঞ্চলে ইরান থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়।

ওদিকে, স্থানীয় টেলিভিশনের খবর অনুযায়ী, এরই মধ্যে দেশটির এডির্নে, তেকির্দাগ, এরজুরুম ও ত্রাবজন শহরে বিদ্যুৎ ফিরে এসেছে।