মালিতে জঙ্গি হামলায় রেড ক্রসের কর্মী নিহত

মালিতে সন্দেহভাজন ইসলামি জঙ্গি-বিদ্রোহীদের গুলিতে রেড ক্রসের একজন কর্মী নিহত ও অপর একজন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2015, 04:07 AM
Updated : 31 March 2015, 04:10 AM

বিবিসি বলছে, অস্ত্রধারীরা একটি ত্রাণবহনকারী গাড়িকে লক্ষ করে গুলি করলে হতাহতের এই ঘটনা ঘটে।

ত্রাণ বহনকারী গাড়িটি গাও থেকে পার্শ্ববর্তী নাইজারের নিয়ামিতে যাচ্ছিল চিকিৎসা সরঞ্জাম আনার জন্য।

ইসলামি বিদ্রোহী গোষ্ঠী মুজাও এই হামলার দায় স্বীকার করেছে।

আন্তর্জাতিক কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) এক বিবৃতিতে এই ঘটনাকে ‘গভীর আতঙ্কের’ বলে অভিহিত করেছে।

নিহত রেড ক্রস কর্মীর জাতীয়তা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি।

উত্তর ও পশ্চিম আফ্রিকার হেড অব অপারেশনস ইয়াসমিন প্রাজ ডেসিমোজ বলেন, ‘তিনি (নিহত কর্মী) গাও হাসপাতালের জন্য অতি প্রযোজনীয় চিকিৎসা সরঞ্জাম আনার জন্য গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।’

গুলিতে আহতকর্মী মালির জাতীয় রেড ক্রসের কর্মী। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

মুজাও গোষ্ঠীর একজন মুখপাত্র আবু ওয়ালিদ সারাওয়ি বলেছেন, ‘এই হামলার মাধ্যমে আমরা যা চেয়েছি তাই অর্জন করতে সক্ষম হয়েছি।’

২০১১ সালে মুজাও পশ্চিম আফ্রিকায় ‘জিহাদ’ ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে গঠিত হয়।