সৌদি আরবের রাজধানী রিয়াদে দুই পুলিশ গুলিবিদ্ধ

সৌদি আরবের রাজধানী রিয়াদে গাড়িযোগে টহলরত দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। 

>>রয়টার্স
Published : 30 March 2015, 09:40 AM
Updated : 30 March 2015, 09:40 AM

রোববার রাতে আরেকটি চলন্ত গাড়ি থেকে অজ্ঞাত বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে তারা আহত হন, সোমবার সৌদি পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে রাষ্ট্রিয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি। 
 
আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন ওই মুখপাত্র। ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত শুরুর কথাও জানিয়েছেন তিনি। 
 
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে বিমান হামলা শুরু হওয়ায় দেশটির নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। 
 
এর আগে সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর ওপর্ চালানো অধিকাংশ হামলাগুলো আল কায়েদা ও ইসলামিক স্টেট’র মতো সুন্নি মুসলিম জিহাদিরা চালিয়েছিল। এছাড়া দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ আল কাতিফে শিয়া সংখ্যালঘু সম্প্রদায়ের উগ্রপন্থিরাও দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর বিভিন্ন সময় হামলা চালিয়েছে।