ইয়েমেন থেকে নাগরিকদের ফেরত আনছে ভারত

ইয়েমেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে সেখানে উড়োজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 04:33 PM
Updated : 29 March 2015, 04:33 PM

রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, ইয়েমেনে আটক ভারতীয়দের আকাশ পথে উদ্ধারের ব্যবস্থা নেয়া হচ্ছে।

টুইটারে সুষমা বলেন, “আজ আমরা দিনে তিন ঘণ্টার জন্য সানা থেকে উড্ডয়নের অনুমতি পেয়েছি। আমরা প্রতিদিন এ সময়টা ইয়েমেনে আটকে পড়া আমাদের নাগরিকদের উদ্ধারের জন্য ব্যবহার করব।”

“সানা বিমানবন্দরের রানওয়ের শেষপ্রান্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। ক্ষতিগ্রস্ত অংশ ঠিক করা হয়েছে। এখন ওটা ব্যবহারের উপযোগী।”

বর্তমানে ইয়েমেনে ভারতের প্রায় ৪১০০ নাগরিক রয়েছেন। যাদের মধ্যে ৩১০০ জন সানায়, ৫০০ জন এডেনে এবং বাকিরা দেশটির অন্যান্য অঞ্চলে রয়েছেন বলে জানান মন্ত্রী।

ভারতীয়দের উদ্ধারে ইয়েমেনে একটি জাহাজও পাঠাবে দেশটির সরকার। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরেলার অনেক নারী ইয়েমেনে সেবিকা হিসেবে কর্মরত।

কেরেলার মুখ্যমন্ত্রী ওম্মেন চান্দি বলেন, কেন্দ্রীয় সরকার ইয়েমেনে অবস্থান করা ভারতীয়দের উদ্ধারের জন্য সেখানে দু’টি জাহাজ পাঠানোর পরিকল্পনা করেছেন। জাহাজে করে ভারতীয়দের নিকটবর্তী দেশ জিবুতিতে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে বিমানে দেশে ফিরিয়ে নেয়া হবে।

গত সপ্তাহে ভারত সরকার দেশটির নাগরিকদের ইয়েমেন থেকে চলে আসার অনুরোধ জানিয়েছিল।

তবে পাসপোর্ট ও অন্যান্য কাজগপত্র হাতে না পাওয়ায় অনেকেই চাইলেও ইয়েমেন ত্যাগ করতে পারেনি।

মুখ্যমন্ত্রী চান্দি বলেন, “আমাদের অনেক সেবিকা অভিযোগ করে বলেন, তারা যাতে চলে যেতে না পারেন সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র আটকে রেখেছে।”