প্রাণে বাঁচলেন এয়ার কানাডার ১৩২ যাত্রী

টরন্টো থেকে হ্যালিফ্যাক্স বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েও প্রাণে রক্ষা পেয়েছেন এয়ার কানাডার ১৩২ যাত্রী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2015, 01:16 PM
Updated : 29 March 2015, 01:16 PM

বৈদ্যুতিক টাওয়ারের সঙ্গে ধাক্কা খায় বিমানটি। এতে কেউ মারা না গেলেও ছোটখাটো আঘাতের কারণে ২৫ যাত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে। 
 
ঘটনার পরপরই বিভিন্ন ফ্লাইট বাতিল করে দেয় হ্যালিফ্যাক্স কর্তৃপক্ষ। সাময়িকভাবে বিমানবন্দরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও পরে আবার তা ঠিক হয়েছে।
 
বিবিসি জানায়, এ-৩২০ বিমানটি অবতরণের সময় ভারি তুষারপাতের কারণে বিমানবন্দরে কোনোকিছু দেখার উপায় ছিল না।
 
বিমানটি  সমস্যাসঙ্কুলভাবে অবতরণ করেছে বলে জানান হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড বিমানবন্দরের মুখপাত্র ।