শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ছোট ভাই নিহত

ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ছোট ভাই প্রিয়ান্থা সিরিসেনা হাসপাতালে মারা গেছেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 12:14 PM
Updated : 28 March 2015, 12:14 PM

পুলিশ জানায়, বৃহস্পতিবার নিজ শহর পলন্নারুয়াতে মাথায় গুরুতর আঘাত পান প্রিয়ান্থা। এক ব্যক্তি কুঠার দিকে তাকে কুপিয়ে আহত করে।

কলম্বো গ্যাজেট জানায়, ওই ব্যক্তির সঙ্গে প্রিয়ান্থার ‘ব্যক্তিগত বিরোধ’ ছিল। অভিযুক্ত ব্যক্তি থানায় গিয়ে আত্মসমর্পণ করার পর তাকে আটক করা হয়।

তিন সন্তানের জনক প্রিয়ান্থা একজন ব্যবসায়ী। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “একজন বন্ধুর সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে বৃহস্পতিবার বিকালে প্রিয়ান্থা সিরিসেনা হামলার শিকার হন।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত প্রিয়ান্থাকে আকাশ পথে রাজধানী কলম্বোতে নিয়ে এসে মাথায় অস্ত্রোপচার করা হয়। রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রেসিডেন্ট সিরিসেনার ১২ ভাইবোনের মধ্যে ৪২ বছর বয়সী প্রিয়ান্থা সবার ছোট।

রাষ্ট্রীয় সফরে বর্তমান চীনে অবস্থান করছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা।