মোগাদিশুর হোটেলে আল শাবাবের হামলায় নিহত ১০

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি আবাসিক হোটেলে হামলা চালিয়ে তা দখল করে নিয়েছে আল শাবাব জঙ্গিরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2015, 07:41 AM
Updated : 28 March 2015, 07:41 AM

বিবিসি বলছে, শুক্রবার রাতে হোটেলের সামনে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ঘটিয়ে মাকা আল-মুকারামা নামের হোটেলটিতে হামলা শুরু করে আল শাবাব জঙ্গিরা। 

জঙ্গিদের কাছ থেকে হোটেলের নিয়ন্ত্রণ নেয়ার জন্য সোমালি সরকারি বাহিনীগুলো লড়াই চালিয়ে যাচ্ছে। 
 
দুপক্ষের মধ্যে লড়াইয়ে এ পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে সুইজারল্যান্ডে নিযুক্ত সোমালি রাষ্ট্রদূত ইউসুফ বারি বারি রয়েছেন। 

হোটেলে অবস্থানরত অন্যান্য কূটনীতিকরা জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ রক্ষা করেন। 

যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণে প্রশিক্ষিত সোমালি বিশেষ বাহিনী হোটেলটির বেশিরভাগ অংশ পুনরুদ্ধার করেছে বলে জানা গেছে।
সবশেষে পাওয়া খবরে জানা গেছে, জঙ্গিরা হোটেলটির সর্বোচ্চ তলা ও ছাদে অবস্থান নিয়ে গুলিবর্ষণ ও গ্রেনেড নিক্ষেপ করছে। 
পুলিশ কর্মকর্তা মেজর ইসমাইল ওলো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তার ধারণা নয়জন জঙ্গি হামলাটিতে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে ছয়জন নিহত হয়েছেন। 
পুরো হোটেল ভবনটির নিয়্ন্ত্রণ নেয়ার জন্য সরকারি বাহিনীগুলো লড়াই চালিয়ে যাচ্ছে। 
মাকা আল-মুকারামা হোটেলটি সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের মধ্যে জনপ্রিয়। এই কারণেই জঙ্গিরা হামলার জন্য হোটেলটিকে বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 
আল শাবাবের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, “আমরা এটিকে হোটেল হিসেবে বিবেচনা করি না, এটি একটি সরকারি ঘাঁটি।”