ইরান-ছয় বিশ্বশক্তির আলোচনায় পারষ্পরিক ছাড় দাবি

এ মাস শেষের মধ্যেই প্রাথমিক একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছতে একে অপরকে ছাড় দেয়ার জন্য চাপ দিচ্ছে ইরান এবং বিশ্বের ছয় শক্তিধর দেশ।

>>রয়টার্স
Published : 27 March 2015, 05:24 PM
Updated : 27 March 2015, 05:24 PM

ইরান অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং অবাধে স্পর্শকাতর পারমাণবিক গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে দেয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে, এ কার্যক্রম অবাধে চালিয়ে যেতে দিতেই আপত্তি ছয় বিশ্ব শক্তির।
 
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এবং সেন্ট্রিফিউজ গবেষণা নিয়েই মূলত শক্তিধর দেশগুলোর সঙ্গে তেহরানের বনিবনা হচ্ছে না বলে জানিয়েছেন পশ্চিমা কর্মকর্তারা। 
 
ইরান কোনো চুক্তি চাইলে তাদেরকে ভবিষ্যতে পারমাণবিক কার্যক্রম খুব বেশি মাত্রায় কমিয়ে আনতে হবে বলে দাবি করেছে ফ্রান্স।
 
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে এ মাসের শেষ নাগাদ একটি কাঠামোগত চুক্তি সইয়ের জন্য সুইজারল্যান্ডের লুসান-এ আলোচনায় বসেছে ইরান এবং বিশ্বের ছয়টি শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীন।
 
চূড়ান্ত চুক্তির আওতায় তেহরানকে অন্তত এক দশকের জন্য স্পর্শকাতর পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখতে হবে। আর এর বিনিময়ে দেশটির ওপর থেকে তুলে নেয়া হবে অর্থনৈতিক ও তেল নিষেধাজ্ঞা। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে ১২ বছরের বিরোধ নিষ্পত্তি এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি কমানোই চুক্তির লক্ষ্য।