নাইজেরিয়ায় বোকো হারামের সদরদপ্তর পুনর্দখল

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয়  গোজা শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। ধারণা করা হয়, এ শহরেরই ইসলামপন্থি জঙ্গি সংগঠন বোকো হারামের প্রধান কার্যালয় অবস্থিত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2015, 03:16 PM
Updated : 27 March 2015, 03:16 PM

প্রতিরক্ষাবাহিনীর পক্ষ থেকে টুইটারে বলা হয়, “সেনারা বৃহস্পতিবার সকালে গোজার দখল নিয়েছে এবং জঙ্গিদের প্রধান কার্যালয় ধ্বংস করে দিয়েছে। বেশ কয়েকজন জঙ্গি মারা গেছে। অনেকজনকে আটককরা হয়েছে। শহরের ভেতরে এবং চারপাশে চূড়ান্ত অভিযান এখনও চলছে।”

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের একদিন আগে বোকো হারামের প্রধান কার্যালয় দখলের খবর স্বাভাবিকভাবেই দেশটির জন্য স্বস্তিদায়ক।

বোকো হারামের বিরুদ্ধে অভিযানের কারণেই নির্বাচনের তারিখ ছয় সপ্তাহ পিছিয়ে দিয়ে ২৮ মার্চ করা হয়েছিল।

২০০৯ সালে জঙ্গি সংগঠন বোকো হারামের উত্থান ঘটে। আঞ্চলিক বাহিনীর সাহায়তায় এ বছরের শুরু থেকে নাইজেরিয়ার সেনাবাহিনী বোকো হারামের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে।