ব্রিটিশ জিহাদিদের সংখ্যা বাড়ায় এমপি’দের উদ্বেগ

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীতে যোগ দিতে দলে দলে ব্রিটিশ নাগরিকদের ইরাক ও ‍সিরিয়া পাড়ি দেয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের এমপি’রা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2015, 12:19 PM
Updated : 26 March 2015, 12:19 PM

এ ঢল ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নেয়া হচ্ছে না বলে সতর্ক করেছেন তারা। ‘হোম অ্যাফেয়ার্স সিলেক্ট কমিটি’র চেয়ারম্যান কেইথ ভাজ বলেছেন, ব্রিটেনকে তাদের “হৃদয় ও মন জয় করতে হবে।”

বিবিসি’র সিরিয়া এবং ইরাকে ব্রিটিশ জিহাদিদের সম্পর্কে খোঁজখবর রাখার ব্যবস্থা চালুর পর কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ জিহাদি গোষ্ঠীতে যোগ দিতে চলে যাচ্ছে বলে দেখানো হয়েছে।

এমপি’দের প্রতিবেদনে যুক্তি দেখিয়ে বলা হয়েছে, বিভিন্ন সম্প্রদায়, পরিবার এবং আন্তর্জাতিক মিত্রদেশ সবাইমিলে এ ঢল ঠেকানো গুরুত্বপূর্ণ এবং হোম অফিসের এ বিষয়টাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া উচিত।