ভিয়েতনামের শিল্পাঞ্চলে দুর্ঘটনায় নিহত ১৪

ভিয়েতনামের হা থিন প্রদেশের একটি শিল্পাঞ্চলে শ্রমিক আবাসনের জন্য নির্মাণাধীন একটি ভবন ধসে ১৪ জন নির্মাণ কর্মী নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 26 March 2015, 05:06 AM
Updated : 26 March 2015, 05:07 AM

বুধবার রাতে ভুং অং অর্থনৈতিক অঞ্চলে ঘটা এ দুর্ঘটনার আরো ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার ও রাষ্ট্রিয় টেলিভিশন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দুজন শ্রমিকের লাশ ধসে পড়া কংক্রিট ও ইস্পাতের স্তুপের নীচে চাপা পড়েছিল। নিহতরা সবাই ভিয়েতনামি নাগরিক বলে জানিয়েছে রাষ্ট্রিয় ভিয়েতনাম টেলিভিশন (ভিটিভি) ।

নিহতদের লাশ উদ্ধার ও আহতদের সহায়তা করতে উদ্ধারকারীরা জরুরী ভিত্তিতে কাজ শুরু করেছেন। উদ্ধার কাজে ভিয়েতনাম সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও যোগ দিয়েছেন।

হাসপাতালে ভর্তি আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে ভিটিভি’র খবরে জানানো হয়েছে। উদ্ধারকারীরা ইস্পাত ও কংক্রিটের ধ্বংস্তুপ খুঁড়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করছে।