ভয়াবহ হামলার পর আবার চালু হচ্ছে বার্দো জাদুঘর

জঙ্গিদের গুলিবর্ষণে অন্ততপক্ষে ২২ জন নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবার খুলে দেয়া হচ্ছে তিউনিসিয়ার বার্দো জাদুঘর। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2015, 09:35 AM
Updated : 24 March 2015, 09:35 AM

গেল বুধবার দেশটির রাজধানী তিউনিসের প্রাণকেন্দ্রে জাতীয় পার্লামেন্টের পার্শ্ববর্তী এই জাদুঘরটিতে হামলা চালানো হয়। ইসলামিক স্টেট (আইএস) হামলার দায়িত্ব স্বীকার করেছে। 

মঙ্গলবার জাদুঘর আবার চালু করা উপলক্ষ্যে একটি জনসমাবেশ ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হতে পারে বলে জানিয়েছে বিবিসি। 

জাদুঘরের কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিশ্বকে দেখাতে চান বন্দুকধারীরা “তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি”। 

এই হামলার কারণে তিউনিসিয়ার গুরুত্বপূর্ণ পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন আশঙ্কার মধ্যেই জাদুঘরটি খোলা হচ্ছে। 

এদিকে নিরাপত্তা ব্যর্থতার দায়ে দেশটির পুলিশের ছয় শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদ।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আক্রান্ত জাদুঘর পরিদর্শনের সময় নিরাপত্তাজনিত বেশ কিছু সমস্যা লক্ষ করেছেন প্র্রধানমন্ত্রী।

হামলার সময় দুই বন্দুকধারীকে গুলি করে হত্যা করে তিউনিসীয় নিরাপত্তা বাহিনী। অপর এক হামলাকারী পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। 

তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত ফুটেজে জাদুঘরের ভিতরে দুজন বন্দুকধারী হামলাকারীকে দেখা গেছে।

এ হামলার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও মূল হামলায় নিহত দুই বন্দুকধারীই অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। 

লিবিয়ার আইএস নিয়ন্ত্রিত অংশে এসব হামলাকারীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।