মেক্সিকোয় আরেক মাদক চক্রের হোতা গ্রেপ্তার

মেক্সিকোর কুখ্যাত মাদক অপরাধী চক্র ‘জেটাস’ এর নেতা ওমর ত্রেভিনো মোরালেসকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2015, 07:23 AM
Updated : 5 March 2015, 07:24 AM

বুধবার সকালে উত্তরাঞ্চলীয় রাজ্য নুয়েভো লিওন’র মন্টেরি শহর থেকে তাকে গ্রেপ্তার করা করা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

২০১৩’তে ভাই মিগুয়েল অ্যাঞ্জেল গ্রেপ্তার হওয়ার পর থেকে জিটাস চক্রকে তিনিই পরিচলনা করছিলেন বলে ধারণা করা হয়।

মেক্সিকোর আরেক কুখ্যাত মাদক অপরাধী সারভান্দো ‘লা টুটা’ গোমেজকে গ্রেপ্তার করার কয়েকদিনের মধ্যেই মোরালেসকেও গ্রেপ্তারে সক্ষম হল মেক্সিকোর নিরাপত্তা বাহিনী। গোমেজ মিচোয়াকান রাজ্যের ‘নাইট টেম্পলার’ চক্রের নেতা ছিলেন।

৪০ বা ৪১ বছর বয়সী মোরালেস জেড-৪২ নামে পরিচিত। খুন, অপহরণ ও মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে ফেরারি ছিলেন তিনি।

তাকে গ্রেপ্তারের জন্য মেক্সিকো সরকার ২০ লাখ মার্কিন ডলার ও যুক্তরাষ্ট্র সরকার ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। 

মেক্সিকোর গণমাধ্যমগুলো জানিয়েছে, সেনাবাহিনী ও ফেডারেল পুলিশের যৌথ অভিযানে মন্টেরি শহরের সান পেদ্রো গার্জা গার্সিয়া এলাকা থেকে মোরালেসকে গ্রেপ্তার করা হয়। একটি বিলাসবহুল বাড়ি থেকে তাকে গ্রেপ্তারের সময় একটি গুলিও ছুঁড়তে হয়নি বলে জানা গেছে।