দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষের সন্ধান

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপানের যুদ্ধজাহাজ ‘মুসাশি’র ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ধনকুবের পল অ্যালেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 05:26 PM
Updated : 4 March 2015, 05:26 PM

১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয়ে ডুবে যাওয়ার ৭০ বছরেরও বেশি সময় পর মুসাশির ধ্বংসাবশেষ পাওয়া গেল। 
 
অ্যালেনের অনুসন্ধানী দল ফিলিপাইনের সিবুইয়ান সাগরতলের ১ কিলোমিটারেরও (৩,২৮০ ফুট) বেশি গভীরে জাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।
 
মুসাশি এবং আরো একটি যুদ্ধজাহাজ ইয়ামাতো দুটোই এ যাবৎকালের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ।
 
অ্যালেন তার ট্যুইটার পেজে জাহাজটির ধ্বংসাবশেষ পাওয়ার খবর দিয়েছেন সঙ্গে দিয়েছেন একটি ছবিও। জাহাজটির অনুসন্ধানকাজ ৮ বছর আগে শুরু হয়েছিল বলে জানিয়েছেন তিনি।