প্রতিরক্ষা বাজেট ১০ শতাংশ বাড়াচ্ছে চীন

গত বছরের তুলনায় এবছর প্রতিরক্ষা বাজেট প্রায় ১০ শতাংশ বাড়াচ্ছে চীন। শীর্ষ এক সরকারি কর্মকর্তা বুধবার একথা বলেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 04:38 PM
Updated : 4 March 2015, 04:38 PM

চীনের বার্ষিক পার্লামেন্ট অধিবেশনে ‘দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেস’ (এনপিসি) এর মুখপাত্র ফু ইং বাজেটের এ হিসাব দিয়েছেন। বৃহস্পতিবার এনপিসি’র উদ্বোধনীতে এ বাজেটের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
 
চীন কয়েক বছর ধরে প্রতিরক্ষা বাজেট দুই অংক বাড়িয়েছে। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক বাজেট। তবে যুক্তরাষ্ট্রের চেয়ে তা অনেক কম।
 
গত বছর চীনের প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে করা হয় ১২ দশমিক ২ শতাংশ (১৩ হাজার কোটি ডলার)। সে তুলনায় ২০১৬ সালের অর্থবছরের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামা ৫৮ হাজার ৫০০ কোটি ডলার বাজেটের অনুরোধ করেছেন।
 
পিপলস লিবারেশ আর্মির আধুনিকায়নের জন্য বাড়তি ব্যয় বরাদ্দ প্রয়োজন বলে জানিয়েছে চীন। সাবমেরিন এবং স্টিলথ জঙ্গি বিমানের মত উচ্চপ্রযুক্তির হাতিয়ারের জন্য বিনিয়োগ করবে চীন।