উগ্রবাদীদের সমর্থন করছে তুরস্ক: অভিযোগ আসাদের

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অভিযোগ করেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান উগ্রবাদী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2015, 04:13 PM
Updated : 4 March 2015, 04:13 PM

তুরস্কের বিরোধী রাজনীতিবিদদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার রাজধানী দামেস্কে বৈঠকের সময় এ অভিযোগ করেন আসাদ। 
 
তিনি বলেন, এরদোয়ানের তুর্কি সরকার ধ্বংসাত্মক নীতি নিয়ে আইএস এর আনুকূল্য পাওয়ার চেষ্টা করছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে এ খবর দিয়েছে সিনহুয়্ বার্তা সংস্থা।
 
আসাদ বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আইএস কে সমর্থনের মাধ্যমে যে ধ্বংসাত্মক নীতি অনুসরণ করছেন তা তার জনগণের স্বার্থ রক্ষা করবে না। 
 
আসাদ ও তার সরকার এই প্রথম বারের মত তুরস্ক সরকারের বিরুদ্ধে উগ্রপন্থি দলগুলোকে সমর্থনের অভিযোগ করল। যে দলের সদস্যরা বিশেষত, বিদেশিরা তুরস্ক হয়ে সিরিয়ায় ঢুকেছে বলে ধারণা করা হয়।