আফগানিস্তান পুলিশের ২৭ জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত

দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার পরিকল্পনাকে সামনে রেখে আফগানিস্তানের ২৭ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 09:36 AM
Updated : 3 March 2015, 09:36 AM

সোমবার বরখাস্ত হওয়া এই পুলিশ কর্মকর্তাদের মধ্যে রাজধানী কাবুলের ১৭টি এলাকার পুলিশ প্রধানসহ মাদকবিরোধী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও রয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

এসব পুলিশ কমকর্তাদের অনেকের সঙ্গেই যুদ্ধবাজ নেতাদের সখ্য রয়েছে বলে জানিয়ে তাদের অপসারণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট গনি।

২০১৪ সালের সেপ্টেম্বরে দায়িত্বগ্রহণের পর থেকেই ‍দুর্নীতির অভিযোগে একের পর এক কর্মকর্তাদের বরখাস্ত করছেন গনি। সম্প্রতি কয়েকটি দপ্তরে হঠাৎ পরিদর্শনের কয়েক ঘণ্টার মধ্যেই বহু কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন তিনি।

তবে বিবিসি’র কাবুল প্রতিনিধি জানিয়েছে, এবারের বরখাস্ত পুলিশ কর্মকর্তাদের অনেককেই পুলিশ বিভাগ থেকে সরিয়ে অন্য বিভাগে নতুন দায়িত্ব দেয়া হয়েছে। তাদের কাউকে কাউকে পুরস্কারেও ভূষিত করা হয়েছে।

প্রেসিডেন্ট গনির উপ-রাষ্ট্রপতিও একজন যুদ্ধবাজ নেতা বলে জানিয়েছেন বিবিসি’র প্রতিনিধি।

নতুন পুলিশ কর্মকর্তাদের শপথগ্রহণ অনুষ্ঠানে কাবুলের পুলিশ প্রধান আব্দুল রহমান রাহিমি বলেছেন, “অরাজনৈতিক পুলিশ বাহিনী গঠনে সংস্কার অব্যাহত থাকবে।”