আবারও শীর্ষধনী বিল গেটস

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস আবারও বিশ্বের শীর্ষ ধনী নির্বাচিত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2015, 05:54 AM
Updated : 3 March 2015, 10:01 AM

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের করা তালিকা অনুযায়ী ২১ বারের মধ্যে ১৬তম বারের মতো শীর্ষধনীর স্থান দখল করলেন বিল গেটস।

ফোর্বসের করা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর ব্যবসায়ী কার্লোস স্লিম।

বিবিসি বলছে, ফোর্বসের তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বে ১৮২৬ জন বিলিয়নিয়ার রয়েছেন। এরমধ্যে মাত্র ১২ মাসেই ১৮১ জন বিলিয়নিয়ারে পরিণত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ওয়ারেন বাফেট রয়েছেন তৃতীয় স্থানে।

ফোর্বসের তালিকা অনুযায়ী শীর্ষ ১০ ধনীর নাম ও তাদের সম্পদের পরিমাণ:

১. বিল গেটস, ৭৯.২ বিলিয়ন মার্কিন ডলার। (মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা)

২. কার্লোস স্লিম হেলু, ৭৭.১ বিলিয়ন মার্কিন ডলার। (মেক্সিকোর টেলি কমিউনিকেশন ও কন্সট্রাকশন ব্যবসা)

৩. ওয়ারেন বাফেট, ৭২.৭ বিলিয়ন মার্কিন ডলার (গ্লোবাল ইনভেস্টর)

৪. আমানসিয়ো ওর্তেগা, ৬৪.৫ বিলিয়ম মার্কিন ডলার। (জারা ও অন্যান্য ফ্যাশন চেইন)

৫. ল্যারি এলিসন, ৫৪.৩ বিলিয়ন মার্কিন ডলার। (ওরাকল ডারা স্টোরেজ টেকনোলজি)।

৬. চার্লস কোচ, ৪২.৯ বিলিয়ন মার্কিন ডলার (শিল্পপতি)

৭. ডেভিড কোচ, ৪২.৯ বিলিয়ম মার্কিন ডলার (শিল্পপতি)

৮. ক্রিস্টি ওয়ালটন, ৪১.৭ বিলিয়ন মার্কিন ডলার (ওয়ালমার্ট রিটেইল জায়ান্ট)

৯. জিম ওয়ালটন, ৪০.৬ বিলিয়ন মার্কিন ডলার (ওয়ালমার্ট রিটেইল জায়ান্ট)

১০. লিলিয়ানে ব্যাটেনকোর্ট, ৪০.১ বিলিয়ন (ল’ওরেল কসমেটিকস ফার্ম)

বিশ্বের শীর্ষ ২০ ধনীর মধ্যে ৬ শীর্ষ ধনীই যুক্তরাষ্ট্রের প্রযুক্তনির্ভর খাতের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী।

ওয়ারেন বাফেট

মাইক জাকারবার্গ

ফেইসবুকের মার্ক জাকারবার্গ ৩৩.৪ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ সম্পদ নিয়ে এই তালিকার ১৬ তম স্থানে রয়েছেন।

তালিকায় সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হয়েছেন ২৪ বছর বয়সী ইভান স্পাইজেল। তার সম্পদের পরিমাণ ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। তিনি স্ন্যাপচ্যাটের সহপ্রতিষ্ঠাতা।

ফোর্বসের বিলিয়নিয়ার তালিকায় যুক্তরাষ্ট্রের প্রাধান্য ছিল। শীর্ষ ২০ ধনীর মধ্যে ১৫ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক।

তালিকায় নতুন ২৯০ বিলিয়নিয়ার স্থান পেয়েছেন। তাদের মধ্যে ৭১ জনই চীনের। রেকর্ড সংখ্যক ৪৬ জন বিলিয়নিয়ারের বয়স ৪০ বছরের নিচে।