স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

দেশের পূর্বাঞ্চলে নিজেদের জলসীমায় দু’টি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 03:38 PM
Updated : 2 March 2015, 03:38 PM

সোমবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের বাৎসরিক যৌথ সামরিক মহড়া শুরু করে। ১৩ মার্চ পর্যন্ত এ মহড়া চলবে।

যৌথ মহড়া শুরুর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়া নিজেদের শক্তির প্রদর্শণ করতেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ধারণা বিশেষজ্ঞদের। সংবাদ সংস্থা ইয়নহাপ এর বরাত দিয়ে সিনহুয়া এ খবর প্রকাশ করেছে।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়, পশ্চিমাঞ্চলীয় নাম্পো শহর থেকে ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করা হয়।

সকাল ৬টা ৩২ মিনিট থেকে ৬টা ৪১ মিনিটের মধ্যে সমুদ্রের ৪৯০ কিলোমিটার এলাকায় ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপ করা হয়। 

যৌথ মহড়ায় দক্ষিণ কোরিয়ার ১০ হাজার এবং যুক্তরাষ্ট্রের ৮ হাজার ছয়শ সেনা অংশ নিচ্ছে।