ইউক্রেইনে নিহত ৬ হাজার ছাড়িয়েছে: জাতিসংঘ

পূর্ব ইউক্রেইনে বিচ্ছিন্নতাবাদী লড়াইয়ে ৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 03:27 PM
Updated : 2 March 2015, 03:27 PM

দোনেৎস্ক বিমানবন্দরের কাছে এবং দিবালিৎসিভ শহরে সাম্প্রতিক সংঘর্ষে শত শত জন নিহত হয়েছে।

দুই সপ্তাহ আগে যুদ্ধবিরতি শুরুর আগে পরে দুটি স্থানে সর্বসম্প্রতি ইউক্রেইন সরকার বাহিনী এবং রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে মারাত্মক লড়াই হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ইউক্রেইনে মানবাধিকার পরিস্থিতির ওপর তাদের সর্বসাম্প্রতিক প্রতিবেদনে বলেছে, ২০১৪ সালের মধ্য-এপ্রিল থেকে ২৮ ফেব্রুয়ারি ২০১৫ সাল পর্যন্ত মোট ৫ হাজার ৮০৯ জন নিহত হয়েছে। লড়াইয়ে আহত হয়েছে ১৪ হাজার ৭৪০ জনেরও বেশি মানুষ।

মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের হিসাবমতে, পূর্ব ইউক্রেইনের সংঘর্ষে সাধারণ মানুষ এবং যোদ্ধা মিলিয়ে নিহতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে। এক বছরেরও কম সময়ে নিহতের এ সংখ্যা দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জিয়াদ রাদ আল হুসেইন।