আইএস এর ওপর ইরাকি বাহিনীর হামলা শুরু

ইরাকের প্রয়াত শাসক সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ি তিকরিত পুনর্দখলের জন্য ইসলামিক স্টেটের (আইএস) ওপর সেনা অভিযান শুরু করেছে সশস্ত্র বাহিনী। তাদের সঙ্গে লড়ছে শিয়া মিলিশিয়ারাও।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2015, 11:36 AM
Updated : 2 March 2015, 11:37 AM

সোমবার জঙ্গি বিমানের বোমা হামলার মধ্য দিয়ে শহরটিতে ইরাকি বাহিনীর হামলা চলছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
 
রাজধানী বাগদাদের ১৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত তিকরিত গত বছর ১৪ জুনে দখল করে নেয় আইএস জঙ্গিরা। তারপর থেকে ওই এলাকায় এটিই ইরাকি বাহিনীর সবচেয়ে বড় অভিযান।
 
সালাহুদ্দিন প্রদেশে এ সামরিক অভিযান শুরুর ঘোষণা রোববারই দিয়েছেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। অভিযান শুরুর আগে সালাহুদ্দিনে সামরিক নেতাদের সঙ্গে সাক্ষাৎও করেছেন তিনি।
 
আল-ইরাকিয়া টিভি জানিয়েছে, তিকরিতের বাইরের কিছু এলাকা থেকে আইএস জঙ্গিরা পিছু হটেছে। তবে এ খবর নিশ্চিত হওয়া যায়নি।
 
ইরাকি পুলিশ এবং মিলিশিয়ারা আইএস এর আস্তানাগুলোতে বিমান হামলা চলার সঙ্গে সঙ্গে তিকরিতের দিকে এগুচ্ছে। 
 
শহরের কেন্দ্রস্থল থেকে ইরাকি বাহিনী ৫ কিলোমিটার দূরে আছে বলেও খবর পাওয়া গেছে। তবে কোনো নিরপেক্ষা সূত্রে এ খবর নিশ্চিত হওয়া যায়নি। 
 
তিকরিত পুনর্দখলের অভিযানে সফল হলে ইরাকি বাহিনীর মসুল শহর দখলের অভিযানও গতি পাবে বলে মনে করা হচ্ছে।