হামাসকে সন্ত্রাসীগোষ্ঠীর তালিকাভুক্ত করেছে মিশর

ফিলিস্তিনের ইসলামি আন্দোলনের দল হামাসকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে মিশরের একটি আদালত।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2015, 02:05 PM
Updated : 1 March 2015, 02:05 PM

মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, জরুরি বিষয়াদি সংক্রান্ত কায়রো আদালত এ রায় দিয়েছে। গত নভেম্বরে এক মিশরীয় আইনজীবী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে এটি নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে মামলা করার পর আদালত এ সিদ্ধান্ত জানাল।

মামলার শুনানিতে বলা হয়, মিশরের কালো তালিকাভুক্ত মুসলিম ব্রাদারহুডের শাখা হামাস মাটির নিচের অবৈধ সুড়ঙ্গ দিয়ে দুটি ফিলিস্তিন শহরের সঙ্গে মিশরের রাফার সংযোগ স্থাপন করে সেখান দিয়ে অস্ত্র চোরাচালান করছে এবং মিশরীয় পুলিশ ও সেনাসদস্যদের ওপর হামলা চালাচ্ছে।

এতে আরো বলা হয়, হামাসের সশস্ত্র সদস্যরাও ২০১৪ সালের অক্টোবরে সন্ত্রাসী হামলা চালানো এবং ৩০ জনকে হত্যার অভিযোগে অভিযুক্ত। তাছাড়া, ২০১১ সালে মিশরের বিপ্লবের সময় ব্রাদারহুডের সদস্যদের জেল ভেঙে মুক্ত করার চেষ্টা চালায় অস্ত্রধারী হামাস সদস্যরা।

মিশরের সিনাই উপত্যকায় কয়েকদফা রক্তক্ষয়ী হামলায় অন্তত ৩৩ সেনাপুলিশ নিহতের ঘটনার পর দেশটির ওই একই আদালত গত ৩১ জানুয়ারি হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডকে সন্ত্রাসী সংগঠনভুক্ত করে।

এর আগে ২০১৪ সালের মার্চে মিশরে হামাসের সব কার্যালয় এবং কার্যক্রম নিষিদ্ধ করেছিল আদালত।