ইরাকে সংখ্যালঘুদের হটানোর হুমকি

ইরাকের ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা দেশটির বিস্তীর্ণ অঞ্চল থেকে সংখ্যালঘুদের হটিয়ে দেয়ার চেষ্টা করছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 01:45 PM
Updated : 27 Feb 2015, 01:45 PM

মানবাধিকার সংগঠনগুলো এই সতর্কবার্তা উচ্চারণ করেছে। 

এক প্রতিবেদনে বলা হয়, আইএস জঙ্গিরা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের হত্যা, জোর করে ধর্মান্তরিত করা এবং ধর্ষণসহ আরও নানা ভাবে নির্যাতন করছে। এ ধরনের নির্যাতন যুদ্ধাপরাধের সমতুল্য।

‘ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল ল অ্যান্ড হিউম্যান রাইটস’ (আইআইএলএইচআর) এর মতে, “ইরাকের সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব বড় ধরনের হুমকির মুখে পড়েছে।”

ইরাকের সংখ্যালঘু সম্প্রদায় মধ্যে: খ্রিস্টান, কাকাই, শাবাক, টার্কমেন এবং ইয়াজিদিদের ওপর বেশি নির্যাতন হচ্ছে।

২০১৪ সালের জুনে মসুল দখল করে আইএস। এরপর ওই এলাকার খ্রিস্টানদের মসুল ছেড়ে চলে যাও অথবা হত্যা করা হবে বলে হুমকি দেয়া হয়।

শাবাক সম্প্রদায়ের অন্তত ১৬০ জনকে হত্যা করা হয়। অন্যদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়।