আইএস এ যোগ দিয়েছে ৫শতাধিক ইন্দোনেশীয়

ইরাক এবং সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীতে যোগ দিয়েছে ৫শ’রও বেশি ইন্দোনেশীয়।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2015, 01:12 PM
Updated : 27 Feb 2015, 01:12 PM

দেশটির সবচেয়ে বড় মুসলিম সংগঠন নাদাতুল উলামার চেয়ারম্যান সাঈদ আকিল সিরাজ কম্পাসডটকম এ বলেন, “বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে বৈঠকের পর অন্তত ৫১৪ জন’ আইএস এ যোগ দিয়েছে।”

জাকার্তা পোস্ট পত্রিকার খবরে বলা হয়, ওই জিহাদি দলে ইন্দোনেশীয়দের দলে দলে যোগ দেয়ার এ প্রবণতা নিয়ে প্রেসিডেন্ট কোনো মন্তব্য করেননি বলে জানান সিরাজ।

দেশের গোয়েন্দা বিভাগের প্রতিবেদনে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কের অস্তিত্ব প্রকাশ পেয়েছে। জিহাদি দলে যোগ দেয়ার ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা থাকলেও দেশব্যাপী আইএস এর লোক নিয়োগ বাড়ছে।

প্রেসিডেন্ট উগ্রবাদের বিরুদ্ধে লড়তে মুসলিম সংগঠনের সাহায্য চান। ইন্দোনেশিয়ায় বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের বাস। ২০ কোটি জনসংখ্যার এ দেশের বেশির ভাগই সুন্নি মুসলিম।