শিরশ্ছেদকারী ‘জিহাদি জন’ একজন লন্ডনি

পশ্চিমা জিম্মিদের শিরশ্ছেদ করা ইসলামিক স্টেটের (আইএস) মুখোশধারী জঙ্গি যে ‘জিহাদি জন’ নামে পরিচিত তার আসল পরিচয় পাওয়া গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 03:51 PM
Updated : 26 Feb 2015, 03:51 PM

পশ্চিমা জিম্মিদের শিরশ্ছেদের ভিডিওগুলোতে মুখ ঢাকা কালো পোশাকে দেখা গেছে এ জিহাদি জনকে।

বিবিসি জানায়, তার নাম মোহাম্মদ এমওয়াজি। যুক্তরাজ্যের নাগরিক কুয়েতি বংশোদ্ভূত এমওয়াজির বয়স ২০ এর কোটায়। সে পশ্চিম লন্ডনের বাসিন্দা এবং সে যুক্তরাজ্যের নিরাপত্তা বাহিনীর নজরদারিতে ছিলেন।

গত অগাস্টে যুক্তরাষ্ট্রের সাংবাদিক জেমস ফোলির শিরশ্ছেদের ভিডিও প্রাকাশ পায়। ওই ভিডিওতে প্রথম এমওয়াজিকে দেখা যায়।

এরপর যুক্তরাষ্ট্রের সাংবাদিক স্টিভেন সলোফ, যুক্তরাজ্যের ত্রাণকর্মী ডেভিড হাইন্স, যুক্তরাজ্যের ট্যাক্সি চালক অ্যালান হেনিং, যুক্তরাষ্ট্রের ত্রাণকর্মী আব্দুল-রহমান কেসিং ( যিনি পিটার নামেও পরিচিত) এর শিরশ্ছেদের ভিডিওতেও এমওয়াজিকেই দেখা গেছে, বলে ধারণা যুক্তরাজ্যের নিরাপত্তা বাহিনীর।

প্রতিটি ভিডিওতে এমওয়াজির পুরো শরীর কালো কাপড়ে আবৃত ছিল। শুধু তার দুই চোখ এবং নাকের কিছুটা অংশ দেখা গিয়েছিল।

ভিডিওগুলোতে এমওয়াজি ব্রিটিশ উচ্চারণে কথা বলেছেন। জিম্মিদের গলায় ছুরি ধরার আগে তাকে পশ্চিমা বিশ্বকে বিদ্রুপ করতে দেখা গেছে।

এ মাসের শুরুতে জাপানের সাংবাদিক কেনজি গোতোর শিরশ্ছেদের ভিডিওতেও তাকে দেখা গেছে।

আইএস এর হাত থেকে মুক্তি পাওয়া জিম্মিরা বিবিসি’কে বলেন, সিরিয়ায় তিনজন ব্রিটিশ জিহাদি পশ্চিমা জিম্মিদের দেখাশুনা করে। এমওয়াজি তাদেরই একজন। ওই তিনজনকে জন, পল ও রিংগো নামে ডাকা হয়।