সিরিয়ায় ২২০ খ্রিস্টানকে অপহরণ করেছে আইএস

সিরিয়ায় খ্রিস্টান অধ্যুষিত কয়েকটি গ্রাম থেকে অন্তত ২২০ জনকে অপহরণ করে নিয়ে গেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 02:36 PM
Updated : 26 Feb 2015, 02:36 PM

যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন- দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার এ তথ্য জানায়।

তিন দিন ধরে আইএস জঙ্গিরা সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের হাসাকা শহরের নিকটবর্তী ১০টি গ্রামে তাণ্ডব চালিয়েছে। ওই গ্রামগুলোতে সংখ্যালঘু আদিবাসী খ্রিস্টানদের বসবাস। আগে গ্রামগুলো কুর্দিদের নিয়ন্ত্রণে ছিল।

গত সপ্তাহে আইএস জঙ্গিরা একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, লিবিয়ার আইএস জঙ্গিরা ২১ জন মিশরীয় কপটিক খ্রিস্টানের শিরশ্ছেদ করছে।

গত অগাস্টে আইএস জঙ্গিরা ইরাকের কয়েকশ ইয়াজিদি সম্প্রদায়ের মানুষকে হত্যা বা বন্দি করে।

আইএস জঙ্গিরা শুরুতে বন্দি বিনিময় করার জন্য সাধারণ মানুষদের অপহরণ করত। 

সম্প্রতি খ্রিস্টানদের গ্রামগুলোতে হামলা চালিয়ে বাড়িঘর ও চার্চে আগুন ধরিয়ে দেয় জঙ্গিরা। এছাড়া নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠদের অপহরণ করে তারা। 

জঙ্গিদের হামলার পর হাসাকা প্রদেশের কয়েক হাজার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে।