‘সন্ত্রাসে সমর্থন দিচ্ছে ডজনেরও বেশি অস্ট্রেলীয় নারী’

৪০ জনেরও বেশি অস্ট্রেলীয় নারী সন্ত্রাসী হামলায় অংশ নিচ্ছে বা জঙ্গি গোষ্ঠীগুলোকে সমর্থন করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2015, 09:14 AM
Updated : 26 Feb 2015, 09:14 AM

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার অস্ট্রেলীয় পার্লামেন্টের এক অধিবেশনে তিনি এসব কথা বলেছেন।

পার্লামেন্টকে তিনি জানান, ইসলামিক স্টেট’র (আইএস) হয়ে লড়াইরত স্বামীর সঙ্গে যোগ দিতে বা একজন জঙ্গিকে বিয়ে করতে সিরিয়া ও ইরাকে অস্ট্রেলীয় নারীদের যাওয়া ক্রমাগত বাড়ছে।

বহু অস্ট্রেলীয় নাগরিক আইএস’এ যোগ দিয়েছে বলে ধারণা করা হয়।

যারা ফিরে আসছেন ও তাদের যারা সমর্থন দিচ্ছেন, এদের সবাইকে নিয়ে অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে ভীষণ উদ্বিগ্ন হয়ে আছেন অস্ট্রেলীয় কর্মকর্তারা।

জুলি জানিয়েছেন, যেসব নারীর কথা জানা গেছে তাদের সংখ্যা সিরিয়া ও ইরাকের সব বিদেশি যোদ্ধাদের প্রায় পাঁচ ভাগের এক ভাগ।

তিনি বলেছেন, “হত্যা ও মৃত্যুদণ্ড যথেষ্ট মনে না হওয়ায়, ধর্ষণ ও নারীদের প্রহার করা সহ যৌন ক্রীতদাসত্বের নির্দেশনা প্রকাশ করেছে দায়েশ (আইএস)।”

“এমনকি বয়োঃপ্রাপ্ত হয়নি এমন শিশু বালিকাদেরও যৌন নিপীড়ন করার নির্দেশনা দিয়েছে তারা,” বলেছেন তিনি।

মৌলবাদী হয়ে ওঠা থেকে দুর্বল তরুণদের রক্ষায় সহায়তা করতে তাদের পরিবার ও বন্ধুদের প্রতি আহ্বান জানিয়েছেন জুলি বিশপ।