ত্বকের ক্ষত সারাবে মাছ

তেলাপিয়া মাছে থাকা এক ধরনের প্রোটিন ত্বকের ক্ষত সারিয়ে তুলতে পারে। চীনের নতুন এক গবেষণা থেকে এ তথ্য বেরিয়ে এসেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Feb 2015, 03:26 PM
Updated : 12 Feb 2015, 03:26 PM

চীনে সাংহাইয়ের ডংঘুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সিউমেই মো বলেন, প্রাণীদেহকাঠামোর অন্যতম প্রোটিন কোলাজেন ব্যবহার করে ত্বকের জখম খুব দ্রুতই সারানো যায়।

কিন্তু গরু কিংবা শুকরের দেহ থেকে আসা প্রোটিন দিয়ে ব্যান্ডেজ করা হলে খুরা রোগের মত রোগ সংক্রমণ ঘটার আশঙ্কা রয়েছে।

কোলাজেনের বিকল্প সন্ধান করতে গিয়ে গবেষকরা তেলাপিয়ার কোলাজেনের ন্যানোফাইবার উদ্ভাবন করেন এবং ইঁদুরের ত্বকের ক্ষত সারাতে তা ব্যবহার করেন।

এতে দেখা গেছে, যে ইঁদুরগুলোকে এই ন্যানোফাইবার দিয়ে ড্রেসিং করা হয়েছে তাদের ক্ষত অন্যান্যদের যাদেরকে ন্যানোফাইবার দেয়া হয়নি তাদের তুলনায় তাড়াতাড়ি সেরেছে।

তাছাড়া, ল্যাবরাটরিতে কোষের ওপর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, মাছের কোলাজেনে ইমিউন সিস্টেমে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়না।

নতুন এ গবেষণার ফল মানুষের ক্ষেত্রে রোগীর চিকিৎসায় নতুন থেরাপির পথ দেখাতে পারে বলে মনে করছেন গবেষকরা।