আল-জাজিরার সাংবাদিককে ‘মুক্তি দিয়েছে’ মিশর

কারাবন্দি সাংবাদিক পিটার গ্রেস্টেকে মুক্তি দেয়া হয়েছে। আল-জাজিরার এই প্রতিবেদক মিশর ছেড়েছেন। মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও পুলিশ বিবিসি’কে এ তথ্য জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Feb 2015, 04:17 PM
Updated : 1 Feb 2015, 04:17 PM

বিবিসি’র সাবেক প্রতিবেদক অস্ট্রেলিয়ার গ্রেস্টেকে ২০১৩ সালের ডিসেম্বরে আটক করা হয়। মিথ্যা খবর ছড়ানোর অভিযোগে গত বছর জুনে কারাদণ্ড দেয়া হয় তাকে।

একই অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে গ্রেস্টের সঙ্গে কারাবন্দি আল-জাজিরার বাকি দুই সাংবাদিক মোহাম্মদ ফাহমি ও বাহার মোহাম্মদের ব্যাপারে কোন খবর পাওয়া যায়নি।

ওই তিন সাংবাদিক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং তাদের বিচার প্রহসনমূলক ছিল বলে দাবি করেছেন।