ইরাকের আরেকটি তেলক্ষেত্রের দখল নিয়েছে আইএস

ইরাকের উত্তরাঞ্চলের একটি ছোট তেলক্ষেত্রের দখল নিয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। ওই তেলক্ষেত্রের ১৫ জন কর্মীও নিখোঁজ রয়েছে।

>>রয়টার্স
Published : 31 Jan 2015, 12:22 PM
Updated : 31 Jan 2015, 12:22 PM

কিরকুক শহরের খাবাজ এলাকায় তেলের ওই ক্ষেত্রটি অবস্থিত। যেখানে প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার ব্যারেল তেল উৎপাদিত হয়।

রাষ্ট্র পরিচালিত নর্থ অয়েল কোম্পানির দুই জন কর্মকর্তা তাদের অশোধিত তেলে ওই ক্ষেত্রটি বেদখল হওয়ার খবর নিশ্চিত করেছেন। ওখানে থাকা ১৫ জন কর্মীর সঙ্গে কোন ধরণের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলেও জানান তারা।

আইএস’র ভয়ে নাম প্রকাশ করতে না চাওয়া নর্থ অয়েল কোম্পানির একজন প্রকৌশলী রয়টার্সকে বলেন, “ওই তেলক্ষেত্রের একজন কর্মী আমাদের ফোন করে বলেন, কয়েক ডজন আইএস যোদ্ধারা তাদের ঘিরে ফেলেছে এবং তাদের ক্ষেত্রটি থেকে চলে যেতে বলছে।”

“তারপর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। খুব সম্ভবত তাদের জিম্মি করা হয়েছে।”

আইএস জঙ্গিরা ইরাকের অন্তত চারটি তেলক্ষেত্রের দখল নিয়েছে এবং সেগুলো থেকে অপরিশোধিত তেল ও পেট্রোল বিক্রয় করতে শুরু করেছে।