পাকিস্তানে শিয়া মসজিদে বোমায় নিহত ৪০

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি শিয়া মসজিদে শক্তিশালী বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 11:11 AM
Updated : 31 Jan 2015, 03:05 AM

সিন্ধু প্রদেশের শিকারপুরে শুক্রবারের নামাজের পর এ বোমা হামলায় আরো বহু মানুষ আহত হয়। তাদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানি তালেবান সুন্নি জঙ্গিরা এ হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণটি আত্মঘাতী বোমা হামলা হতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জুনদুল্লাহ জঙ্গি গোষ্ঠী এ হামলা চালানোর দাবি করেছে। এ দলটির সঙ্গে তেহরিক-ই-তাভোন পাকিস্তানের (টিটিপি) সম্পৃক্ততা আছে এবং গতবছর দলটি ইসলামিক স্টেটের (আইএস)সাথে যোগ দিয়েছে।

স্থানীয় গণমাধ্যম বলেছে, বিস্ফোরণে মসজিদের ছাদ ভেঙে পড়ে বহু মানুষ আটকা পড়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আব্দুল কুদ্দুস কালোয়ার এপি’কে বলেন, নিহতদের মধ্যে ৪ জন শিশু।

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং বিষয়টি অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন।