খেলনা পিস্তল নিয়ে স্টুডিওতে, ডাচ টিভির সম্প্রচার বন্ধ

গায়ে কালো স্যুট, সাদা শার্ট, কালো টাই, পিস্তল হাতে ঢুকে পড়লেন টেলিভিশনের স্টুডিওতে; দাবি, সম্প্রচারের ১০ মিনিট সময় চাই তার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2015, 06:25 AM
Updated : 30 Jan 2015, 06:25 AM

পরিস্থিতি এমন দাঁড়াল যে সান্ধ্যকালীন বুলেটিনের সময় সম্প্রচারই বন্ধ হয়ে গেল। এর পরপরই পুলিশ এল, উদ্ধার পেলেন আতঙ্কিত কর্মীরা। জানা গেল পিস্তলটি ছিল খেলনা।

ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডসের জাতীয় সম্প্রচার মাধ্যম এনওএসে। হিলভারসাম শহরের মিডিয়া পার্কের ওই টেলিভিশন স্টেশনের ভবনে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রাজধানী হেগের নিকটবর্তী পাজাকার শহরের ১৯ বছরের ওই তরুণকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রসিকিউটররা জানিয়েছেন।

তার বিরুদ্ধে হুমকি, অস্ত্র বহন ও জিম্মি করার অভিযোগ আনা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নেদারল্যান্ডসের বিচার ও নিরাপত্তা মন্ত্রী ইভো অপসটেলটেন বলেছেন, নিজের বুদ্ধিতেই এ ঘটনা ঘটিয়েছেন ওই তরুণ।

সংবাদ সম্প্রচার ব্যাহত হওয়ার সময় এনওএস ‘পরিস্থিতির কারণে এখন কিছু সম্প্রচার হচ্ছে না’ লেখা একটি বার্তা প্রচার করে।

ওই তরুণের উদ্দেশ্য কী ছিল তা এখনো স্পষ্ট নয়। তবে ডাচ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিনি একটি কারিগরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সম্প্রতি বাবা-মা হারিয়েছেন।

স্টুডিওতে ঢোকার পর তিনি টেলিভিশনের কর্মীদের একটি চিঠি দেন, যাতে তাকে সরাসরি সম্প্রচারে যেতে বাধা দিলে বোমা হামলা ও সাইবার আক্রমণের হুমকি দেওয়া হয়।

চ্যানেলটি পুনরায় সম্প্রচারে ফিরে এলে ওই তরুণের একটি ভিডিও সম্প্রচার করা হয়, যাতে তাকে একটি স্টুডিওতে এলোমেলো ঘোরাঘুরি করতে দেখা যায়।

এরপর সেখানে ঢুকে পুলিশকে বলতে শোনা যায়, “এটা ফেলে দাও! এটা ফেলে দাও! হাটু গেড়ে বস!”

“আমি এটা ফেলে দিয়েছি,” বলতে বলতে খেলনা পিস্তলটি ফেলে দেন তিনি।

তারপর হাতকড়া লাগিয়ে পুলিশ তাকে নিয়ে যায়।

এনওএসের পরিচালক জা অ ইয়াং জানান, কয়েকটি দাবি সম্বলিত একটি কাগজ ছিল লোকটির হাতে এবং সরাসরি সম্প্রচারের ১০ মিনিট সময় চেয়েছিলেন তিনি।

এর আগে ২০০২ সালে মিডিয়া পার্কে একটি বেতারে সাক্ষাৎকার দেওয়ার পর বিতর্কিত রাজনীতিক পিম ফরটান গুলিতে নিহত হন।