১০ দিনে ৫০ হুমকির মুখে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্স

গত ১০ দিনে ৫০ টি বোমা হামলার হুমকি পেয়েছে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্স। সিএনএন টিভি নেটওয়ার্কে একথা জানিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই এর কয়েকটি সূত্র।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2015, 03:47 PM
Updated : 29 Jan 2015, 03:47 PM

হুমকিগুলোর কোনোটাই বিশ্বাসযোগ্য না হলেও যুক্তরাষ্ট্র সরকার এ সমস্ত হুমকি খতিয়ে দেখবে বলে বুধবারের একটি প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

১৭ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলো এ হুমকি পেয়েছে। আটলান্টা থেকে রালির ফ্লাইটে বোমা হামলার হুমকি এসেছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

গত শনিবার থেকে এরকম অন্তত ২০ টি হুমকি ট্যুইটারে রেকর্ড করা হয়েছে। তিনটি বাণিজ্যিক এয়ারলাইন ফ্লাইটে অনলাইন হুমকি কারা দিয়েছে তা খতিয়ে দেখছে এফবিআই।