যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় পাকিস্তানে নিহত ৭

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন (চালক বিহীন বিমান) হামলায় অন্তত সাত জন নিহত হয়েছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 03:54 PM
Updated : 28 Jan 2015, 03:54 PM

সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী শাওয়াল এলাকার একটি বাড়িতে বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের দুইটি ক্ষেপনাস্ত্র আঘাত হানে।

এমন একটি সময় এই হামলা চালানো হলো যখন ওই এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। ‘জার্ব-ই-আজব’ নামের এই অভিযান গত বছর জুন থেকে শুরু হয়েছে।

ক্ষেপনাস্ত্রের আঘাতে পুরো বাড়িটি ধ্বংস হয়ে যায়। এঘটনায় সাত জন নিহত এবং তিন জন আহত হয়েছে।

স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তুপ থেকে হতাহতদের উদ্ধার করেন।

এখন পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, গত কয়েক মাস ধরে সেখানে সন্দেহভাজন কিছু মানুষকে বসবাস করতে দেখা গেছে।

এবছর পাকিস্তানে এটি যুক্তরাষ্ট্রের চতুর্থ ড্রোন হামলা, যেগুলোতে অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছে।