‘রাশিয়া সফরে যাচ্ছেন’ কিম জং-উন

রাশিয়া সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। ২০১১ সালে ক্ষমতা গ্রহণের পর এটাই হবে উত্তর কোরিয়ার নেতার প্রথম বিদেশ সফর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2015, 03:09 PM
Updated : 28 Jan 2015, 03:09 PM

ক্রেমলিনের মুখপাত্রের কার্যালয়ের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনেপ বুধবার এ খবর জানিয়েছে।

তবে সংবাদ সংস্থাটি সুনির্দিষ্টভাবে কিম জং-উনের নাম উল্লেখ করেনি।

“প্রায় ২০টি দেশের নেতারা উৎসবে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মধ্যের উত্তর কোরিয়ার নেতাও রয়েছেন।”

৯ মে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শেষ হওয়ার ৭০তম বার্ষিকী উদযাপন করবে রাশিয়া।

২১ জানুয়ারি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ সাংবাদিকদের বলেছিলেন, ৯ মে’র উৎসব উপলক্ষ্যে কিম জং-উনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার সরকারের পক্ষ থেকে অংশগ্রহণের ব্যাপারে ‘ইতিবাচক সাড়া’ পাওয়া গেছে বলেও জানান তিনি।

তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

উত্তর কোরিয়ার ঐতিহ্য অনুযায়ী তাদের নেতাদের সফরের বিষয়ে আগে থেকে কোন ঘোষণা দেয়া হয় না।

কিম জং-উনের পিতা কিম জং-ইল কখনো তার বিদেশ সফরের ব্যাপারে আগে থেকে কোন ঘোষণা দিতেন না।

২০১১ সালের অগাস্টে রাশিয়া সফরে গিয়েছিলেন কিম জং-ইল। এর কিছুদিন পরই তিনি মারা যান।

ক্ষমতায় থাকার সময় কিম জং-ইল প্রায়ই চীন সফরে যেতেন। চীনকে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্রদের একজন হিসেবেই চেনে বিশ্ব।

তাই কিম জং-উনের প্রথম বিদেশ সফরের স্থান বেইজিংয়ের পরিবর্তে মস্কো হওয়ায় এই সফর নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।