হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সেনা আহত

লেবানন সীমান্তের কাছে ইসরায়েলী সেনাবাহিনীর একটি টহল গাড়ীতে হিজবুল্লাহ’র ক্ষেপনাস্ত্র হামলায় সাত সেনা সদস্য আহত হয়েছে।

>>রয়টার্স
Published : 28 Jan 2015, 02:05 PM
Updated : 28 Jan 2015, 02:05 PM

ইসরায়েলের সেনা কর্তৃপক্ষ জানায়, বুধবার বিশৃঙ্খল শেবা ফার্মস এলাকায় একটি সেনাযানে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল দিয়ে আঘাত হানা হয়।

এ হামলার দায় স্বীকার করেছে লেবাননের গেরিলা সংগঠন হিজবুল্লাহ। ২০০৬ সালে ৩৪ দিনের যুদ্ধের পর এই প্রথম ইসরালেয়েল সেনাবাহিনীর ওপর এত বড় আঘাত হানল হিজবুল্লাহ।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এ ঘটনায় ইসরায়েলের একজন সেনা সদস্যর আটক হওয়ার খবর দিয়েছে।

কিন্তু ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ খবর নাকচ করে দেয়া হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ট্যুইটার অ্যাকাউন্টে বলা হয়, “প্রাথমিকভাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক যানে ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রর আঘাত হানার খবর পাওয়া গেছে। এ ঘটনায় সাত সেনা আহত হয়েছে। তবে তাদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়।”

এ হামলার জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ করেছে ইসরায়েলের সেনাবাহিনী। সীমান্তবর্তী কৃষি এলাকায় অন্তত ২২টি গোলা নিক্ষেপ করা হয়। ওই এলাকায় ধোঁয়া উড়তে দেখা গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টুইটার বার্তায় লেখেন, “এখন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ হামলার জবাব দিচ্ছে। আমরা সন্ত্রাসীদের আমাদের জনগণের দৈনন্দিন জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বা তাদের নিরাপত্তা হুমকির মুখে ফেলতে দেব না। যারাই আমাদের চ্যালেঞ্জ করবে আমরা সর্বশক্তি দিয়ে তাদের মোকাবেলা করব।”

মঙ্গলবার রাতভর সিরিয়ায় বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের একজন জেনারেল ও বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ওই হামলার প্রতিশোধ নিতেই হিজবুল্লাহ হামলা চালিয়েছে।