সিরিয়ায় কুবানির বাইরে চলছে প্রচণ্ড লড়াই

সিরিয়ার কুবানি শহর জঙ্গিমুক্ত করার পর এর বাইরে কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) তুমুল লড়াই চলছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 05:17 PM
Updated : 27 Jan 2015, 05:17 PM

৪ মাসের ভয়াবহ সংঘর্ষের পর সোমবার তুরস্কের সীমান্তবর্তী কুবানি শহর থেকে আইএস কে হটিয়ে দিয়ে শহরটির নিয়ন্ত্রণ নেয়ার দাবি করে কুর্দিরা। এরপরই শহরটির বাইরে আইএস এর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে কুর্দি যোদ্ধারা।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, কুবানির দক্ষিণপশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষ চলছে। শহরটির বাইরে একটি গ্রামও কুর্দিরা পুনর্দখল করে নিয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

এর আগে কুর্দিশ পিপল’স প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজি কুবানি শহর থেকে আইএস এর সব জঙ্গিকে হটিয়ে শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার কথা জানায়। জঙ্গিদের এ পরাজয় ‘দলটির অবসানের সূচনা’ বলে উল্লেখ করা হয় ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে।

কুবানির আশেপাশের শত শত গ্রামে আইএস এর যোদ্ধা আছে। অবজারভেটরি মঙ্গলবার কুবানির আশেপাশে বিমান হামলার খবর দিয়েছে এবং সোমবার পেণ্টাগন বলেছে, শহরটি দখলের লড়াই এখনো শেষ হয়নি। ওদিকে, আইএস এর সমর্থকরাও কুবানি থেকে তাদেরকে হটিয়ে দেয়ার দাবি অস্বীকার করেছে।