এয়ার এশিয়ার উদ্ধারকাজ স্থগিত

ইন্দোনেশিয়ার সেনাবাহিনী এয়ার এশিয়ার বিধ্বস্ত বিমানের উদ্ধার কাজ স্থগিত ঘোষণা করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2015, 02:56 PM
Updated : 27 Jan 2015, 02:56 PM

সেনাপ্রধান জেনারেল ময়েলডোকো বিবিসি’কে বলেন, বিমানের মূল কাঠামোটির অবস্থা খুবই নাজুক। তাই এটি তোলা যাচ্ছে না।

এছাড়া, উদ্ধারকাজে নিয়োজিত কয়েকজন ডুবুরি অসুস্থ হয়ে পড়ায় তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। একারণে তিনি আপাতত সেনা সদস্যদের ক্যাম্পে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

২৮ ডিসেম্বরে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরগামী কিউজেড৮৫০১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়ে জাভা সাগরে তলিয়ে যায়।

সেনা কর্তৃপক্ষ জানায়, ‘লিফটিং ব্যাগ’ ব্যবহার করে উদ্ধারকারী দল তিন দিন ধরে বিমানের মূল কাঠামো সাগরের তলদেশ থেকে তুলে আনার চেষ্টা করছে।

শুরুতে কর্মকর্তারা ভেবেছিলেন যাত্রীদের মৃতদেহ বিমানের মূল কাঠামোর ভেতর আটকা পড়ে আছে।

কিন্তু এখন তারা বলছেন, খুব সম্ভবত সেখানে কারো মৃতদেহ নেই। তাই বিমানের ধ্বংসাবশেষ উদ্ধারকে এখন তারা আর অগ্রাধিকার দিচ্ছেন না।

বিমানে মোট ১৬২ জন আরোহী ছিলেন। এখন পর্যন্ত মাত্র ৭০টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঝড়ো আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে।

শনিবার বিমানের কাঠামোটি তোলার চেষ্টা করে ব্যর্থ হয় উদ্ধারকর্মীরা। কঠামোটি তোলার সময় সেটি ভেঙে কয়েক টুকরো হয়ে আবার ডুবে যায়।

শুক্রবার ডুবুরিরা সাগরের ৩০ মিটার গভীরে থাকা বিমানের মূল কাঠামোতে প্রবেশ করে। বিমানের ককপিট, ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডাটা রেকর্ডার আগেই উদ্ধার করা হয়েছে।

এখন পর্যন্ত যে সব তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে ধারণা করা হচ্ছে খুব দ্রুতগতিতে ওপরে উঠতে গিয়েই বিমানটি বিধ্বস্ত হয়।