ভারতীয় কার্টুনিস্ট আর কে লক্ষণের মৃত্যু

ভারতের খ্যাতনামা কার্টুনিস্ট আর কে লক্ষণ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৪।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 04:06 PM
Updated : 26 Jan 2015, 04:06 PM

অসুস্থতার কারণে ১৭ জানুয়ারি জনপ্রিয় এই কার্টুনিস্টকে পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শরীরের নানা অঙ্গ ঠিকমত কাজ না করায় তাকে ইনটেনসিভ কেয়ারে ভেন্টিলেশনে রাখা হয়।

হাসপাতালটির চিকিৎসক সমীর জোগ বলেন, “সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে লক্ষণ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।”

‘দ্য কমন ম্যান’ কার্টুনের জন্য সর্বাধিক পরিচিতি পেয়েছিলেন আর কে লক্ষণ। রাজনীতিবিদদের নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুনের মধ্য দিয়ে ভারতীয় সমাজের দর্পন তুলে ধরায় কৃতিত্বের দাবিদার তিনি।

১৯৫১ সাল থেকে ৫ দশকেরও বেশি সময় ধরে তার দৈনিক কার্টুন ‘ইউ সেইড ইট’ প্রকাশিত হয়েছে ভারতের বহুল প্রচলিত পত্রিকা ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র প্রচ্ছদ পাতায়।

২০০৫ সালে ভারত সরকার আর কে লক্ষণকে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত করে। ২০০১ সালের ডিসেম্বরে পুনেতে উন্মোচন করা হয় ৮ ফুট লম্বা ‘কমন ম্যান’ এর ব্রোঞ্জ মুর্তি।

অসুস্থতার কারণে কয়েকবছর আগে কার্টুন আঁকা ছেড়ে দিয়েছিলেন লক্ষণ। ২০১০ সালে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি।