ভয়ঙ্কর তুষার ঝড়ের মুখে নিউ ইয়র্ক

নিউ ইয়র্কে এ যাবতকালের সবচেয়ে ভয়ঙ্কর তুষার ঝড়ের আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দফতর। ঝড়টি এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাবে স্থানীয় সময় ২৬ জানুয়ারি সোমবার সন্ধ্যা থেকে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর রাত)৷

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2015, 10:16 AM
Updated : 26 Jan 2015, 10:16 AM

এ কারণে নিউ ইয়র্ক রাজ্য গভর্নর এন্ড্রু কু্যমো এবং সিটি মেয়র বিল ডি ব্লাসিও ২৫ জানুয়ারি দুপুরের ভাষণে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন৷

পারতপক্ষে কেউ যেন সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ঘরের বাইরে না যায় সে আহবানও জানিয়েছেন তারা৷ কারণ, ৩০ ইঞ্চি থেকে ৩৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়েছে জাতীয় দুর্যোগ ও আবহাওয়া দফতর৷

এ শহরে ১৯৪৭ সালে ২৬-২৭ ডিসেম্বর ২৬ দশমিক ৪ ইঞ্চি এবং ২০০৬ সালের ১১-১২ ফেব্রুয়ারিতে ২৬ দশমিক ৯ ইঞ্চি তুষারপাত হয়েছে এবং সেটি ছিল নিউইয়র্ক সিটির দেড়শ’ বছরের ইতিহাসে সর্বোচ্চ৷

এবার যে পূর্বাভাস দেয়া হয়েছে তা আগে কখনো ঘটেনি৷ সিটি মেয়র আরো বলেছেন, এমন ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে৷ সিটির ৬ হাজার মাইল রাস্তা থেকে বরফ সরানোর জন্যে ৬৩০০ কর্মচারি রয়েছেন৷ এছাড়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে ৩৮ হাজার পুলিশের পাশাপাশি ন্যাশনাল গার্ড থাকবে স্ট্যান্ড বাই৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তুষারের সময় ঘন্টায় ৪০ থেকে ৫০ মাইল বেগে হিমেল হাওয়া প্রবাহিত হবে৷ এটি হচ্ছে ভয়ের বড় কারণ৷ সর্বসাধারণকে যে কোন প্রয়োজনে ৯১১ অথবা ৩১১ নম্বরে ফোন করতে বলা হয়েছে৷

সোমবার দুপুর থেকেই জেএফকেসহ আশপাশের সব বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে৷ নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুল সোমবার খোলা থাকলেও মঙ্গলবার ২৭ জানুয়ারি তা খোলা থাকবে কিনা সেটি স্থির করা হবে তুষারঝড়ের গতি-প্রকৃতির আলোকে-বলেছেন মেয়র বাসিয়ো৷ গত বছরের ফেব্রুয়ারি মাসে এ শহরে ১৩ ইঞ্চি তুষারপাত হলেও পাবলিক স্কুল খোলা রাখা হয়৷