ফিলিপাইনে ৩০ পুলিশ নিহত

ফিলিপাইনে মাগুইদানাও প্রদেশে বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটার এবং মোরো ইসলামিক ফ্রন্টের সদস্যদের সঙ্গে সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৩০ পুলিশ নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 05:56 PM
Updated : 25 Jan 2015, 05:56 PM

এক সন্ত্রাসীকে ধরার অভিযানে তারা নিহত হয়। সেনাবাহিনী মাত্র ৯ জনের দেহ উদ্ধার করতে পেরেছে।

রোববার পুলিশের দলটি ম্যামসাপানো শহরের একটি এলাকায় অভিযানে নামলে মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (মোরো বিদ্রোহী) সদস্যরা পাল্টা হামলা চালায়। এতেই নিরাপত্তা বাহিনীর এ সদস্যরা নিহত হন। আহত হন আরও বেশ ক’জন।

সংবাদ মাধ্যমগুলো বলছে, গত ক’বছরের মধ্যে এই প্রথম এতবড় দুঃসংবাদ পেল দেশটির নিরাপত্তা বাহিনী।