ভারত-যুক্তরাষ্ট্র নতুন যাত্রা শুরু

ভারত ও যুক্তরাষ্ট্র সহযোগিতার পথে ‘নতুন যাত্রা’ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে একথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2015, 03:06 PM
Updated : 25 Jan 2015, 03:06 PM

ওবামা বলেছেন, সম্পর্ক আরো উন্নত করতে দু’দেশ নতুন করে বন্ধুত্বের ঘোষণা দিয়েছে।

নেতারা নতুন করে প্রতিরক্ষা এবং বাণিজ্য চুক্তির ঘোষণা দেয়াসহ নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠক করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

যৌথ এক সংবাদ সম্মেলনে মোদী বলেছেন, “নতুন করে আস্থার ভিত্তিতে দু’ দেশ নতুন যাত্রা শুরু করেছে।”

ওবামা সম্পর্কে তিনি বলেন, “আমরা বন্ধুত্ব গড়েছি। খোলামনে আলোচনা করেছি”।

দু’দেশ প্রতিরক্ষা প্রকল্পে সহযোগিতা বাড়ানোসহ সন্ত্রাসীদের স্বর্গরাজ্য নির্মল করে তাদেরকে বিচারের আওতায় আনার কাজে সহযোগিতা জোরদার করবে।

পরমাণু বাণিজ্যের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতির ঘোষণা দিয়েছেন ওবামা ও মোদী। পরমাণু জ্বালানি চুক্তির ক্ষেত্রে মতবিরোধ দূর করে সহযোগিতা করতে রাজি হয়েছেন দু নেতা।

এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, পরমাণু চুক্তির পূর্ণ বাস্তবায়নের পথে এগিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দু’দেশ একসঙ্গে কাজ করে সম্পর্ককে এগিয়ে নেয়ার দৃষ্টান্ত স্থাপনের জন্য এ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।