যুক্তরাষ্ট্রে বোমা হামলার হুমকিতে বিমান অবতরণ

বোমা হামলার হুমকির কারণে যুক্তরাষ্ট্রের দুটি এয়ারলাইন্সের দুটি ফ্লাইট অবতরণে বাধ্য হয়েছে।

>>রয়টার্স
Published : 25 Jan 2015, 05:51 AM
Updated : 25 Jan 2015, 05:51 AM

শনিবার বিমান দুটি নিরাপদে আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ভিতরে কোনো বোমা পাওয়া যায়নি, জানিয়েছেন বিমানবন্দরের মুখপাত্র রিসি ম্যাকক্র্যানি।

তল্লাশির পর কোনো কিছু খুঁজে না পাওয়ায় জঙ্গি বিমানের প্রহরায় যাত্রীবাহি বিমানদুটিকে নিজ নিজ গন্তব্যে পাঠিয়ে দেয়া হয়।

বিমান দুটির মধ্যে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ১১৫৬ অরিগনের পোর্টল্যান্ড থেকে, অপরটি সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ফ্লাইট ২৪৯২ মিলওয়াউকি থেকে রওয়ানা হয়েছিল বলে জানিয়েছেন ম্যাকক্র্যানি।

গণম্যামের প্রতিবেদনগুলোতে জানানো হয়েছে, জোর্টিক নামের এক ট্যুইটার ব্যবহাকারী বিমান দুটিতে বোমা পাতানো আছে বলে জানিয়েছিলেন। ডেল্টা এয়ারলাইন্সের ট্যুইটার একাউন্টে পাঠানো এক বার্তায় তিনি বলেন, “আপনাদের একটি বিমানে আমার একটি বোমা আছে, কিন্তু কোনটিতে বিমানবন্দর ছাড়ার সময় তা আমি ভুলে গেছি। আপনারা কি এটি খুঁজে পেতে আমাকে সাহায্য করবেন?”

পরে এই বার্তাটি মুছে দেয়া হয়।

ঘটনার তদন্তের নেতৃত্বে থাকা এফবিআই বা বিমানবন্দর কর্তৃপক্ষ, কেউ হুমকিটির উৎস চিহ্নিত করতে পারেনি।

এক বিবৃতিতে সাউথওয়েস্ট জানিয়েছে, তাদের ফ্লাইটটিতে (২৪৯২) ৮৬ জন যাত্রী ছিলেন, অপরদিতে ডেল্টার এক মুখপাত্র তাদের ফ্লাইটটিতে (১১৫৬) ১৮০ জন যাত্রী থাকার কথা জানিয়েছেন।

পাঁচ দিন আগে ডেল্টা এয়ারলাইন্সের আরো দুটি বিমানে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেয়া হয়েছিল।