ভারতীয় আমের ওপর নিষেধাজ্ঞা তুলছে ইইউ

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ)দেশগুলোতে ভারতের আম আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2015, 05:03 PM
Updated : 20 Jan 2015, 05:03 PM

ইউরোপীয় কমিশন কমিটি মঙ্গলবারই নিষেধাজ্ঞা তুলতে ভোটাভুটি করেছে।

এর মধ্য দিয়ে যুক্তরাজ্য এবং অন্যান্য ইইউ দেশগুলোতে আবারো ভারতের আম প্রবেশের দ্বার খুলছে।

তবে ভারত থেকে অন্য চারটি সবজি (ভারতীয় বেগুন, উচ্ছে, চিচিঙ্গা ও কচু পাতা) আমদানির ওপর ইইউ নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

গত বছর মে মাসে ইউরোপীয় ইউনিয়ন ভারতের আম আমদানি বন্ধ করে দেয়। ওই সময় আমের একটি চালানে ফলের মাছি (ফ্রুট ফ্লাই) পাওয়া গিয়েছিল।

কমিশনের পক্ষ থেকে বলা হয়, “ভারতের আম রপ্তানী ব্যবস্থায় সুনির্দিষ্ট উন্নতি হয়েছে।”

এর আগে যুক্তরাজ্য সরকার জানিয়েছিল, তারা ভারতের আম আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে কাজ করছে। নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য ভোটাভুটিতে যুক্তরাজ্যও অংশ নিয়েছে।

যুক্তরাজ্যের আম আমদানিকারক মনিকা ভান্ডারি বিবিসি’কে বলেন, আম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় গ্রাহকরা ‘মনক্ষুন্ন’ হয়েছিল।

“এখন গ্রাহকরা খুবই আনন্দিত হবেন। কারণ যারা আম কিনতেন তারা পুরো মৌসুম ধরে এই ফলটির অভাব অনুভব করেছেন। ভারতে এপ্রিল থেকে জুন হল আমের মৌসুম।”