‘মালি ইবোলামুক্ত’

মালিকে ইবোলা ভাইরাস মুক্ত বলে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৪২ দিনে সেখানে নতুন করে আর কেউ ইবোলা আক্রান্ত না হওয়ায় এ ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী উসমান কনে ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2015, 03:23 PM
Updated : 19 Jan 2015, 03:23 PM

তিনি বলেন, “আমি আজ মালিতে ইবোলা মহামারি শেষ হওয়ার ঘোষণা দিচ্ছি।”

মালিতে ইবোলা আক্রান্ত শেষ ব্যক্তি ডিসেম্বরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যান। দেশটিতে অক্টোবরে প্রথম ইবোলা আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া যায়। সেবার গিনি থেকে আসা দুই বছর বয়সী একটি মেয়ে মারা যায়।

পশ্চিম আফ্রিকার যে তিনটি দেশে ইবোলা মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল সেগুলোর সবগুলোতেই কয়েকদিন ধরে ইবোলা আক্রান্ত নতুন রোগী পাওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার জাতিসংঘ জানায়, অগাস্ট থেকেই সিয়েরা লিয়ন এবং গিনিতে ইবোলায় নতুন করে ইবোলা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। আর লাইবেরিয়ায় জুন থেকেই তা কমতে শুরু করেছে।

ইবোলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮,৪২৯ এবং আক্রান্ত হয়েছে ২১,২৯৬ জন।

ইবোলায় আক্রান্তদের ২১ দিন সবার থেকে আলাদা করে রাখা হয়। আর অন্তত ৪২ দিন নতুন কোন রোগী পাওয়া না গেলে কোনো দেশকে ইবোলা মুক্ত ঘোষণা করা হয়।