‘২০১৪ ছিল উষ্ণতম বছর’

বহু বছরের গড় তাপমাত্রা থেকে বৈশ্বিক তাপমাত্রা দশমিক ৬৮ সেলসিয়াস বৃদ্ধি পাওয়ায় সবচেয়ে উষ্ণ বছর ছিল ২০১৪।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2015, 09:40 AM
Updated : 17 Jan 2015, 09:40 AM

শুক্রবার যুক্তরাষ্ট্রের নাসা ও নোয়া’র সরকারি গবেষকদের বরাত দিয়ে শনিবার এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিগত শতাব্দীর পর মাত্র ১৫ বছরে পা রেখেছে পৃথিবী। অথচ এরই মধ্যে রেকর্ড বইয়ের ১৫টি উষ্ণতম বছরের ১৪টিই এখন চলতি শতাব্দীর। এর অর্থ প্রতিবছরই বিশ্বের গড় তাপমাত্রা বাড়ছে।

নাসার গডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজের পরিচালক গ্যাভিন স্মিডিট বলেছেন, “এটি ধারাবাহিক উষ্ণ বছরের সর্ব সাম্প্রতিক উদাহরণ। উষ্ণতম দশকও বটে।”

“বিপর্যয়কর আবহাওয়ার নকশা প্রতি বছরের অবস্থান নির্দিষ্ট করতে প্রভাব রাখতে পারে। কিন্তু দীর্ঘ-সময়ের ধারা জলবায়ু পরিবর্তনের বিষয়টি তুলে ধরে, যা এখন মানুষের উৎপাদিত গ্রিন হাউস গ্যাসগুলো নিয়ন্ত্রণ করছে,” বলেন তিনি।

ডিসেম্বরে বিশ্ব আবহাওয়া সংস্থা’র প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যান থেকেই ১২ মাসের তাপমাত্রা সব রেকর্ড ভাঙতে যাচ্ছে বলে অনুমান করা হচ্ছিল।

১৯৫১ ও ১৯৮০’র মধ্যবর্তী বছরগুলোর তথ্য হিসাব করে দীর্ঘকালীন বৈশ্বিক গড় তাপমাত্রা বের করা হয়েছিল।