ইবোলায় মৃত্যু ৮,১০০ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

প্রাণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বছরে ৮ হাজার ১শ’৫৩ জনে দাঁড়িয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2015, 04:10 PM
Updated : 6 Jan 2015, 04:10 PM

জাতিসংঘের এ প্রতিষ্ঠানটি সোমবার প্রকাশিত বিবৃতিতে জানায়, পশ্চিম আফ্রিকার তিনটি দেশ গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ইবোলায় আক্রান্ত হয়েছে ২০ হাজার ৬শ ৫৬জন।

পরিসংখ্যান অনুযায়ী, ইবোলা সংক্রমণ এবং মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে লাইবেরিয়ায়। সেখানে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪শ ৭১ জনের এবং ইবোলা আক্রান্ত হয়েছে ৮ হাজার ১৮ জন। সিয়েরা লিওনে ইবোলায় মারা গেছে ২ হাজার ৯শ ১৫ জন এবং গিনিতে ১ হাজার ৭শ ৬৭জনের মৃত্যু হয়েছে।

এছাড়া মালি, নাইজেরিয়া, সেনেগাল, স্পেন, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে ইবোলায় মৃত্যুর সংখ্যাও তালিকাভুক্ত করা হয়েছে।