‘ছয়মাসে ২ হাজার মানুষকে হত্যা করেছে আইএস’

ছয়মাসে সিরিয়ায় ১,৮৭৮ জনকে হত্যা করেছে উগ্র মৌলবাদী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আর নিহতদের বেশিরভাগই বেসামরিক।

>>রয়টার্স
Published : 29 Dec 2014, 09:21 AM
Updated : 29 Dec 2014, 09:21 AM

রোববার এসব তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটস।

একই সময় আইএস নিজেদের ১২০ জন সদস্যকেও হত্যা করেছে বলে জানিয়েছে অভজারভেটরি। এদের অধিকাংশই বিদেশি যোদ্ধা। নিজে দেশে ফিরে যাওয়ার চেষ্টা করায় তাদের খুন করা হয়।

ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে নেয়া আইএস জুনে নিজেদের দখলকৃত এলাকাকে খলিফা শাসিত ইসলামি অঞ্চল হিসেবে ঘোষণা করে।

ওই সময় থেকে জঙ্গিগোষ্ঠীটি একই সঙ্গে সিরিয়া ও ইরাকি সরকারি বাহিনীগুলো, সিরিয়ার অন্যান্য বিদ্রোহী বাহিনী এবং কুর্দি বাহিনীগুলোর সঙ্গে লড়াই করে আসছে।

অভজারভেটরি’র প্রধান রামি আব্দুলরাহমান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ছয়মাসে আট নারী ও চার শিশুসহ ১,১৭৫ জন বেসামরিককে হত্যা করেছে আইএস।

বেসামরিক এসব নিহতের মধ্যে ৯৩০ জন পূর্ব সিরিয়ার সুন্নি মুসলিম শেইতাত গোষ্ঠীর লোক বলে জানিয়েছেন তিনি। অগাস্টে শেইতাত গোষ্ঠীর যোদ্ধারা দুটি তেলক্ষেত্রের দখল নেয়ার জন্য আইএস’র সঙ্গে লড়াই করেছিল।

এইসব পরিসংখ্যান রয়টার্স নিজস্ব সূত্রের মাধ্যমে যাচাই করতে না পারলেও আইএস তাদের নিয়ন্ত্রিত এলাকায় বহু ব্যক্তির শিরশ্ছেদ করার ও অনেককে পাথর ছুঁড়ে হত্যার দৃশ্য প্রচার করেছে।

ধর্মাবমাননা, চুরি, সমকামীতা, বিবাহ-বহির্ভূত যৌনতা ইত্যাদি কথিত অভিযোগে এদের এসব শাস্তি দেয়া হয়েছে বলে দাবি করে আইএস।

জঙ্গিগোষ্ঠী আল কায়েদার দলছুট এই অংশটি তাদের হাতে আটক শত্রুপক্ষের যোদ্ধা, অধিকারকর্মী ও সাংবাদিকদের হত্যার অনেকগুলো ভিডিও প্রকাশ করেছে।