বেঙ্গালুরুতে বোমা বিস্ফোরণে নারী নিহত

ভারতের বেঙ্গালুরু শহরে একটি ব্যস্ত রেস্টুরেন্টের বাইরে ঘরে তৈরি একটি বোমার বিস্ফোরণে একজন নারী নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 29 Dec 2014, 05:44 AM
Updated : 29 Dec 2014, 05:44 AM

রোববার সন্ধ্যার এ ঘটনায় একজন পুরুষ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বেঙ্গালুরুর কেন্দ্রীয় অঞ্চলে সাপ্তাহিক ছুটির দিনের ভিড়ের মধ্যে অপেক্ষাকৃত ছোট এ বিস্ফোরণটি ঘটানো হয়।

এ ঘটনার পর ভারতের অন্যান্য শহরেও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

ঘটনাস্থল কোকোনাট গ্রোভ রেস্টুরেন্টের দুটি ফুলের টবের মাঝামাঝি জায়গায় বোমাটি পেতে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

এ বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি বলে জানিয়েছেন পুলিশ কমিশনার এমএন রেড্ডি।

“আতঙ্ক ও ভয় ছড়ানোর জন্য বিস্ফোরণটি ঘটানো হয়েছে,” বলেছেন তিনি।

তিনি জানান, রেস্টুরেন্টটির পাশ দিয়ে যাওয়ার সময় ৩৮ বছর বয়সী এক নারী বিস্ফোরিত বোমার স্প্লিন্টারে মাথায় ও ঘাড়ে আঘাত পান। হাসপাতালে নেয়ার পরপরই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত ব্যক্তির অবস্থা অনেকটা স্থিতিশীল বলে জানিয়েছেন রেড্ডি।

ভারতের রাজধানী নয়াদিল্লির পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই বিস্ফোরণের জেরে মুম্বাই, দিল্লি ও পুনেতে উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে পুলিশ।

মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট’র (আইএস) পক্ষে ট্যুইটার একাউন্ট পরিচালনাকারী তথ্যপ্রযুক্তি প্রকৌশলী মেহেদি মাসোর বিশ্বাস’কে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করার পর থেকে শহরটিতে সতর্কাবস্থা জারি করা ছিল।

বিশ্বব্যাপী ওই একাউন্টের হাজার হাজার অনুসারী ছিল।

মাসোরকে গ্রেপ্তারের পর থেকে প্রতিশোধমূলক হামলার হুমকি পেয়ে আসছিলো কর্নাটক রাজ্য পুলিশ।